ঢাকা ১০ জানুয়ারি ২০২৫, ২৬ পৌষ ১৪৩১ | বেটা ভার্সন

ডিবি পুলিশের অভিযান

সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

সিরাজগঞ্জে ৪ হাজার পিচ ইয়াবাসহ গ্রেপ্তার ২

বঙ্গবন্ধু সেতু পশ্চিমপাড় সংযোগ মহাসড়কের গোলচত্বর এলাকায় অভিযান চালিয়ে ৪ হাজার পিচ ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তারা হলো, কক্সবাজারের টেকনাফ উপজেলার কাটাবনিয়া গ্রামের নুরুল ইসলামের ছেলে আব্দুল মোন্নাফ (৩৬) ও পাবনার বেড়া উপজেলার বকচর গ্রামের মজনু প্রামানিকের ছেলে সোহাগ গ্রামানিক (২৬)।

ওসি (ডিবি) জুলহাজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি আলোকিত বাংলাদেশকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার আরিফুর রহমান মন্ডলের বিপিএম (বার), পিপিএম (বার) দিক নির্দেশনায় শুক্রবার সন্ধ্যার দিকে উল্লেখিত স্থানে অভিযান চালানো হয়। এ সময় চট্টগ্রাম থেকে পাবনাগামী একটি বাসে তল্লাশি চালিয়ে উল্লেখিত ইয়াবাসহ তাদেরকে গ্রেপ্তার করা হয়। তারা দীর্ঘদিন ধরে এ অবৈধ ব্যবসায় জড়িত ছিল। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় মামলা হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি উল্লেখ করেন।

সিরাজগঞ্জ,ইয়াবা,গ্রেপ্তার
আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত